三角梅修剪视频教程,简单几步让你的花爆盆!

zhibaike 植物百科 2025-02-09 18 0

খেয়াল করলাম আমার வீட்டு টবের ওই বুড়ো ত্রিকোণমিতি গাছটায় ফুল ধরছে না অনেকদিন। ভাবলাম, এবার তাহলে একটু ছেঁটে দেওয়া যাক। এমনিতেও ডালপালাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেছিল।

তো, যেই ভাবা সেই কাজ। গেলাম ইউটিউবে। সার্চ করলাম, "ত্রিভুজমেথি ছাঁটাই"। ভিডিও দেখে শেখার মজাই আলাদা, তাই না? বুঝলাম যে, এই গাছ ছাঁটারও কিছু নিয়মকানুন আছে।

প্রথমে দেখলাম, একটা মোটা ডাল রেখে বাকি সব সরু ডাল কেটে ফেলছে। বুঝলাম, মোটা ডালে ফুল বেশি ধরবে। আমিও তাই করলাম। আমার গাছের সরু ডালগুলো সব কেটে দিলাম।

三角梅修剪视频教程,简单几步让你的花爆盆!
তারপর দেখলাম, নিচের দিকের ডালগুলো সব কেটে দিচ্ছে।
  • ওপরের দিকের ডালগুলো রাখছে।
  • বললো, নিচের ডালে নাকি বেশি পুষ্টি যায়, তাই ফুল কম ধরে।

আমিও তাই করলাম। নিচের দিকের সব ডাল ছেঁটে দিলাম। গাছটা দেখতে এখন বেশ পরিপাটি লাগছে।

আশা করছি, এবার நிறைய ফুল ধরবে।

আসলে, যেকোনো কাজ করার আগে একটু জেনে-বুঝে নিলে ভালো হয়। ইউটিউব দেখে এই ছাঁটাইয়ের কাজটা করতে আমার বেশ সুবিধা হয়েছে। আপনারাও চাইলে এভাবে শিখে নিতে পারেন।

三角梅修剪视频教程,简单几步让你的花爆盆!