春兰花图片欣赏,及不同品种价格区间介绍!

zhibaike 植物百科 2025-02-14 16 0

খেয়াল করেছি ইদানিং বেশ কিছু জায়গায় দেখছি নানান জাতের, নানান নামের, নানান দামের অর্কিড। ভাবলাম আমিও একটু চেষ্টা করে দেখি। আজকে ভাবলাম বাজারটা একটু ঘুরে দেখবো, তাই বেরিয়ে পরলাম।

প্রথম ধাপঃ খোঁজাখুঁজি

প্রথমে গেলাম আশেপাশের কয়েকটা নার্সারিতে। ঘুরে ঘুরে দেখলাম।

  • কিছু নার্সারিতে অল্পকিছু করে কালেকশন পেলাম, তবে পছন্দসই পেলাম না।
  • দুই-একটা নার্সারিতে ভালো কালেকশন ছিলো, কিন্তু দামাদামি করে পোষালো না।

তখন ভাবলাম, একটু বড়সড় নার্সারি খুঁজলে কেমন হয়?

春兰花图片欣赏,及不同品种价格区间介绍!

দ্বিতীয় ধাপঃ বড় নার্সারির খোঁজ

পরিচিত একজনের কাছ থেকে শুনলাম, কাছেই নাকি একটা বড় নার্সারি আছে, যেখানে অর্কিডের বিশাল কালেকশন রাখে। ভাবলাম, ওখানেই যাই।

গিয়ে তো আমি মুগ্ধ! সত্যিই বিশাল কালেকশন। থরে থরে সাজানো, নানান রঙের অর্কিড।

  • ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম।
  • কিছু চেনা নাম পেলাম, যেমন বসন্ত লতা, সংযুক্তা
  • আবার কিছু অচেনা নামও দেখলাম, যেমন স্বর্ণলতা, নীলাম্বরী

তৃতীয় ধাপঃ দরদাম এবং কেনাকাটা

দামাদামি করতে গিয়ে দেখি, এখানেও দাম বেশ চড়া। তবে, অনেক বাছাই করে কয়েকটা অর্কিড পছন্দ হলো।

দামদর করে শেষমেশ কয়েকটা বসন্ত লতা আর একটা সংযুক্তা কিনলাম।

চতুর্থ ধাপঃ বাড়ি ফেরা

অর্কিডগুলো সাবধানে প্যাকেট করে, খুশি মনে বাড়ি ফিরলাম।

বুঝতে পারলাম, অর্কিড কেনাটা বেশ সময়সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। তবে, পছন্দসই অর্কিড খুঁজে পাওয়ার আনন্দটাই অন্যরকম!

春兰花图片欣赏,及不同品种价格区间介绍!

আজকের দিনটা বেশ ভালো কাটলো। অর্কিডগুলো এখন আমার বারান্দার শোভা বাড়াচ্ছে।