龙血树风水大忌你知道吗?千万别这样摆放!

zhibaike 植物百科 2025-02-21 3 0

খেয়াল করেছেন, ইদানিং আমার ড্রয়িংরুমে একটা নতুন সদস্য যোগ হয়েছে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি আমার সাধের ড্রাগন গাছ বা ড্রাগন ব্লাড ট্রি-এর কথা। দেখতে যেমন সুন্দর, তেমনই শুনলাম ঘরের জন্য নাকি খুব উপকারী। তাই ভাবলাম, এই গাছটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি, আর আপনাদের সাথেও শেয়ার করি।

কিন্তু মুশকিল হল, এই গাছটা নাকি একটু স্পর্শকাতর, তাই কোথায় রাখবো, কিভাবে যত্ন করবো, সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে যা বুঝলাম, তাতে মনে হল, এই গাছটাকে ঠিকঠাক জায়গায় না রাখলে, লাভের থেকে ক্ষতিই বেশি হতে পারে!

কোথায় রাখবেন না?

  • দরজার কাছে একদমই নয়: বাড়িতে ঢোকার মুখেই যদি ড্রাগন গাছ রাখেন, তাহলে নাকি বাইরের ভালো এনার্জি, পজিটিভ ভাইব সব আটকে যায়। তাই ভুলেও এই ভুল করবেন না। আমি তো প্রথমে এটা দরজার পাশেই রেখেছিলাম, পরে সরিয়ে নিয়েছি।
  • শোবার ঘরে নৈব নৈব চ: এই গাছের পাতাগুলো বেশ উজ্জ্বল, তাই শোবার ঘরে রাখলে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। আমার তো এমনিতেই ঘুমের সমস্যা, তাই এই রিস্ক আর নিইনি।
  • বাথরুমের আশেপাশেও না: বাথরুমের আশেপাশে রাখলে নাকি এই গাছটা নেগেটিভ এনার্জির শিকার হতে পারে। তাই বাথরুমের থেকে দূরে রাখাই ভালো।
  • টাকার জায়গায় রাখবেন না: অনেকেই দেখি মানি প্ল্যান্টের সাথে এটা রাখে, কিন্তু ভুলেও এটা করবেন না। ড্রাগন গাছের পাতা যেহেতু সুঁচালো হয়, তাই আলমারি অথবা লকারের আশেপাশে রাখলে নাকি টাকা-পয়সার টানাটানি লেগেই থাকে।

কোথায় রাখলে ভালো?

এতক্ষণ তো বললাম, কোথায় রাখবেন না। এবার বলি, কোথায় রাখলে আপনার আর আপনার পরিবারের জন্য ভালো হবে।

龙血树风水大忌你知道吗?千万别这样摆放!
  • বসার ঘরের কোণে: বসার ঘরের কোণে রাখলে নাকি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনার হার্ট আর পেটের জন্য ভালো।

আমি তো আমার বসার ঘরের দক্ষিণ-পূর্ব কোণটাকেই বেছে নিয়েছি। এখন দেখা যাক, এই নতুন সদস্য আমার জীবনে কী কী পরিবর্তন আনে। আপনারাও আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন কিন্তু।

龙血树风水大忌你知道吗?千万别这样摆放!